বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) , বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কে (বিডিওএসএন) এর একটি অঙ্গসংস্থা যেটি সারাদেশে বিজ্ঞান ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে। এসপিএসবি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে (NMST) একটি বিজ্ঞান ক্লাব হিসেবে নিবন্ধিত।
পদের নাম: খন্ডকালীন প্রোগ্রাম অ্যাসোসিয়েট (একাডেমিক কার্যক্রম)
সংস্থা: বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি
রিপোর্টিং: সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রোগ্রাম অফিসার
কাজের স্থান: ঢাকা (কাজের প্রয়োজনে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করতে হতে পারে)
কাজের সময়কাল: খন্ডকালীন (সপ্তাহে ২০ ঘণ্টা)
বেতন: মাসিক ১২,০০০ টাকা
কাজের উদ্দেশ্য:
প্রোগ্রাম অ্যাসোসিয়েটের মূল কাজ বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির (SPSB) আয়োজিত বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রোগ্রামের একাডেমিক পরিকল্পনা, বিষয়বস্তু তৈরি, বাস্তবায়ন, মূল্যায়ন এবং প্রশিক্ষণে সমিতির নির্বাহী কমিটি ও প্রোগ্রাম অফিসারকে সহায়তা করা। এই পদে নিয়োজিত ব্যক্তি সকল প্রোগ্রামের বিজ্ঞানভিত্তিক মান বজায় রাখতে এবং অংশগ্রহণকারীদের জন্য উন্নত শিখন অভিজ্ঞতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
দায়িত্ব ও কর্তব্য:
• প্রোগ্রামের একাডেমিক পরিকল্পনা ও কারিকুলাম তৈরি: SPSB-এর বিভিন্ন বিজ্ঞান বিষয়ক প্রোগ্রামের (যেমন - বিডিজেএসও, চিলড্রেন সায়েন্স কংগ্রেস, স্কুল অফ লাইফ সায়েন্স, প্রিপারেশন ক্যাম্প, বিজ্ঞান ক্যাম্প ইত্যাদি) জন্য উপযুক্ত একাডেমিক কারিকুলাম, সিলেবাস এবং বিষয়বস্তু তৈরিতে সহায়তা করা।
• প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশন: বিভিন্ন বিজ্ঞান অলিম্পিয়াড ও প্রতিযোগিতার জন্য মানসম্মত প্রশ্নপত্র প্রণয়নে সহায়তা করা। প্রণীত প্রশ্নপত্রগুলোর একাডেমিক নির্ভুলতা, প্রাসঙ্গিকতা এবং কাঠিন্য স্তর যাচাই এবং মডেল টেস্টের প্রশ্নপত্র তৈরির মডারেশন প্রক্রিয়া ফ্যাসিলিটেড করা।
• উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় ফ্যাসিলিটেড করা: বিজ্ঞান অলিম্পিয়াড এবং অন্যান্য বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতার উত্তরপত্র মূল্যায়নে একাডেমিক জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করে ফ্যাসিলিটেড করা। মূল্যায়ন প্রক্রিয়ার মান বজায় রাখতে এবং নিরপেক্ষতা নিশ্চিত করা।
• প্রশিক্ষণ ও গ্রুমিং মডিউল তৈরি ও পরিচালনা: আইজেএসও বাংলাদেশ টিমের জন্য প্রশিক্ষণ কার্যক্রমের একাডেমিক মডিউল তৈরি এবং বিজ্ঞানভিত্তিক ধারণা স্পষ্ট করার জন্য উপযুক্ত পাঠ্যক্রম প্রণয়ন সমন্বয় করা। বিজ্ঞান ভলান্টিয়ারদের বিজ্ঞান বিষয়ক জ্ঞান বৃদ্ধির জন্য গ্রুমিং বা ট্রেনিং মডিউল তৈরিতে সহায়তা করা এবং প্রয়োজনে পরিচালনা করা।
• একাডেমিক সেশন ও কন্টেন্ট তৈরি: বিজ্ঞান বিষয়ক লেকচার, ব্যবহারিক ক্লাস এবং বিজ্ঞান ক্যাম্পের জন্য আকর্ষণীয় ও শিক্ষণীয় একাডেমিক সেশন এবং কন্টেন্ট তৈরি ও নির্বাচন করা।
• একাডেমিক রিসোর্স সংগ্রহ ও ব্যবস্থাপনা: প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় বিজ্ঞান বিষয়ক তথ্য, ছবি, ভিডিও এবং অন্যান্য শিক্ষণীয় রিসোর্স চিহ্নিত ও সংগ্রহ করতে সহায়তা করা। একাডেমিক বিষয়বস্তুর সঠিকতা এবং হালনাগাদকরণ নিশ্চিত করা।
• আন্তর্জাতিক কার্যক্রমের একাডেমিক সহায়তা: আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (আইজেএসও) নিয়মাবলী ও একাডেমিক কাঠামো সম্পর্কে জ্ঞান রাখা এবং বাংলাদেশ টিমকে সেই অনুযায়ী প্রস্তুত করতে সহায়তা করা। আইজেএসও-র জন্য বাংলাদেশ টিম নির্বাচনে শিক্ষার্থীদের একাডেমিক পারফরম্যান্সের মূল্যায়ন করা।
• প্রোগ্রাম বাস্তবায়নে একাডেমিক সহায়তা: প্রোগ্রাম অফিসারকে বিভিন্ন প্রোগ্রামের একাডেমিক দিক বাস্তবায়নে সরাসরি সহায়তা করা।
• অন্যান্য একাডেমিক দায়িত্ব: সমিতির সভাপতি / সাধারণ সম্পাদকের প্রোগ্রাম অফিসারের নির্দেশনায় অন্যান্য বিজ্ঞান ও শিক্ষা বিষয়ক প্রাসঙ্গিক দায়িত্ব পালন করা। প্রোগ্রামের একাডেমিক মানোন্নয়নে নিয়মিত পরামর্শ প্রদান করা।
প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা:
• বিজ্ঞান (যেমন - পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত ইত্যাদি) অথবা বিজ্ঞান শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে দৃঢ় একাডেমিক ব্যাকগ্রাউন্ড সহ স্নাতক পর্যায়ে অধ্যায়নরত শিক্ষার্থী,
• বিদ্যালয় ও কলেজ পর্যায়ের বিজ্ঞান শিক্ষাক্রম এবং মৌলিক বিজ্ঞান ধারণা সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান,
• বিজ্ঞান অলিম্পিয়াড এবং অন্যান্য বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতার একাডেমিক কাঠামো, নিয়মাবলী ও প্রশ্নপত্রের ধরণ সম্পর্কে ধারণা (অগ্রাধিকার),
• বাংলা ও ইংরেজি ভাষায় বিজ্ঞান বিষয়ক আলোচনা ও লেখার দক্ষতা, এবং
• বিশ্লেষণাত্মক এবং প্রবলেম সল্ভিং চিন্তাভাবনার দক্ষতা।
আগ্রহী প্রার্থীদের আগামী মে ০৩, ২০২৫ ইং তারিখের মাঝে আবেদন জমা দিতে অনুরোধ করা হচ্ছে। আবেদন পাওয়ার সাথে সাথেই প্রার্থী বাছাই কার্যক্রম শুরু হবে, এবং যোগ্য প্রার্থী পাওয়া সাপেক্ষে আবেদন গ্রহণ চলমান থাকবে। যোগ্য প্রার্থী পাবার সাথে সাথেই আবেদন গ্রহণ বন্ধ হয়ে যাবে। তাই আবেদনের শেষদিন পর্যন্ত অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব আবেদন পত্র পাঠানোর পরামর্শ দেয়া হল।
এসপিএসবি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এখানে- https://spsb.org/
আবেদন পাঠাতে হবে এই ইমেইল এড্রেসে-