কানো প্রোগ্রামিং কর্মশালা নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

কানো প্রোগ্রামিং কর্মশালা নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

২৫টি জেলার পাবলিক লাইব্রেরিতে শুরু হচ্ছে স্কুল শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখানোর আয়োজন। রাসবেরি পাই নির্ভর সাশ্রীয় মূল্যের বিশেষ কম্পিউটার কানো ও মাইক্রোবিট ব্যবহার করে এই প্রোগ্রামিং শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় ব্রিটশ কাউন্সিলের এই কার্যক্রম পরিচালনায় একাডেমিক সহযোগতিা প্রদান করবে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে এই বিষয়ে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এবং বিডিওএসএনের মধ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষর হয়েছে। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর এন্দ্রু নিউটন এবং বিডিওএসএনের সহসভাপতি ড. লাফিফা জামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন।

এতে আরো উপস্থিত ছিলেন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশনের সভাপতি আমিনুল হাকিম, বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিজ আনলিমিটেড প্রোগ্রামের মডেল লাইব্রেরি ও আইসিটি ম্যানেজার তামিম মোস্তফা, ব্রিটিশ কাউন্সিলের মাইক্রোবিট প্রোজেক্টের টেকনিকাল লিড টিম গ্রিন, বিডিওএসএনের ভলান্টিয়ারবৃন্দ প্রমূখ।

 

 

Recommended Post