Image

বিডি গার্লস কোডিং

হাইস্কুলের মেয়েদের জন্য প্রোগ্রামিং

যোগাযোগ

বিডিজিসিসি সম্পর্কিত যেকোন তথ্য জানতে মেইল করুন: events@bdosn.org

বিডিজিসিসি কি

বিডি গার্লস কোডিং বাংলাদেশের মেয়েদের স্টেম (STEM) শিক্ষায় দক্ষ করতে কাজ করছে। ভবিষ্যত প্রযুক্তিভিত্তিক কাজে লিঙ্গ ব্যবধান কমিয়ে মেয়েদের উপস্থিতি বাড়াতে চেষ্টা করছে বিডি গার্লস কোডিং।   আগামীতে স্কুলের শিক্ষার্থীদের আইসিটি বইয়ে নতুন সংযোজন হিসেবে প্রোগ্রামিং বিষয়টি যুক্ত করা হবে। এর পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে বিডি গার্লস কোডিং প্রকল্পে স্কুলের মেয়ে শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের সঙ্গে এমনভাবে পরিচিত করা হবে, যেন শিক্ষার্থীদের ক্লাসরুমে প্রোগ্রামিং শেখা সহজ হয়। এছাড়া প্রবলেম সলভিং, প্রোগ্রামিং শেখা এবং STEM-এর প্রতি মেয়েদের জানা-বোঝার ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন আয়োজন করা হচ্ছে। যেমন অনলাইন সেশনের মাধ্যমে প্রোগ্রামিং শেখা, ডিজিটাল মিডিয়ায় মেয়েদের প্রোগ্রামিংয়ের বিষয়গুলো প্রচার করা, হাতে-কলমে মেয়েদের জন্য প্রোগ্রামিং ক্যাম্প, সপ্তাহজুড়ে প্রোগ্রামিং ক্যাম্প আয়োজন, স্কুলের মেয়েদের অংশগ্রহণে একটি প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। স্টেম বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানোর চেষ্টা চলছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও ইকো বাংলাদেশ পারস্পরিক সহযোগিতায় আয়োজনগুলো সম্পন্ন করবে। প্রকল্পে অর্থায়ন করছে ইকো বাংলাদেশ ও ইকো ইউএসএ। পার্টনার হিসেবে যুক্ত আছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও বেসিস।

ভিশন

হাইস্কুলের মেয়ে শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিংয়ে হাতেখড়ির মাধ্যমে প্রোগ্রামিং শিক্ষায় এমনভাবে আগ্রহী করা যেন বাস্তব সমস্যা সমাধানে মেয়েদের দক্ষতা বৃদ্ধি পায় এবং ভবিষ্যতের প্রযুক্তিভিত্তিক কাজে নারীদের অংশগ্রহণ বাড়ানো সম্ভব হয়।

মিশন

  • প্রান্তিক পর্যায়ের হাইস্কুলের মেয়ে শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচিত করা।
  • অনলাইন ও অফলাইনে হাই স্কুলের মেয়ে শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে হাতেখড়ি দেওয়া।
  • বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রযুক্তিভিত্তিক শিক্ষায় মেয়েদের আগ্রহী করে তোলা।
  • প্রযুক্তিভিত্তিক কাজে নারী কর্মী ও উদ্যোক্তা তৈরির জন্য মেয়েদের প্রোগ্রামিং শিক্ষায় উৎসাহী করে তোলা।
  • দেশীয় ও আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতার সঙ্গে পরিচিত করা।

শুভেচ্ছা বার্তা

অনেকের ধারণা প্রোগ্রামিং বুঝি সবার জন্য না। প্রোগ্রামিং বুঝি খুবই কঠিন একটা ব্যাপার। তাই প্রোগ্রামিং করার জন্য অনেক কিছু জানতে হয়, অনেক কিছু করতে হয় অনেক সময় দিতে হয়। আসলে এগুলো মোটেও সত্যি নয়। প্রোগ্রামিং থেকে সোজা আর কিছু নেই, শুধু তাই না যতই দিন যাচ্ছে প্রোগ্রামিং করা ততই আরো সহজ হয়ে যাচ্ছে।

একটা সময় ছিল যখন সবাই ধরে নিতো একজন শিক্ষিত মানুষ নিশ্চয়ই পড়তে জানে, লিখতে জানে কিছু না কিছু গণিত জানে। এখন কিন্তু দিন পাল্টে যাচ্ছে। এখন শিক্ষিত মানুষ বলতে বোঝায় যে পড়তে জানে, লিখতে জানে, অল্পবিস্তর গণিত জানে এবং প্রোগ্রামিং করতে জানে।  কাজেই তোমরা যদি শিক্ষিত হতে চাও তোমাকে প্রোগ্রামিং শুরু করে দিতে হবে। 

কাজেই আমি জেনে খুব খুশি হয়েছি যে আমাদের দেশের হাই স্কুলের ছাত্রীদের প্রোগ্রামিং শেখানোর জন্য আলাদাভাবে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমি আশা করছি আমাদের দেশের সব মেয়েরা এই সুযোগটা গ্রহণ করে প্রোগ্রামিং করা শুরু করবে। 

হাজার হলেও তোমরা সবাই জান পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার ছিলেন একজন মহিলা, তার নাম ছিল অ্যাডা লাভলেস, কাজেই আমাদের মেয়েরা সেই ঐতিহ্য ধরে না রাখে তাহলে কেমন করে হবে?

মুহম্মদ জাফর ইকবাল
সভাপতি, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক
নববর্ষ ২০২২

বানী

ministerহাইস্কুলের মেয়েদের জন্য বিডি গার্লস কোডিং কনটেস্টের "কোডিং গাইড" প্রকাশের উদ্যোগকে আমি স্বাগত জানাই। এই উদ্যোগের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষায় মেয়েরা উদ্বুদ্ধ হবে বলে আমি মনে করি।

বঙগবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০০৮ সালের ১২ ডিসেম্বর দেশকে একটি সুখী, সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ঘোষণা করেন  রূপকল্প-২০২১।তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে সকল শ্রেনীপেশার মানুষের জীবনমান উন্নয়নের জন্য এটি ছিল একটি পরিপূর্ণ সনদ। বিগত ১৩ বছরে প্রধানমন্ত্রীর মাননীয় আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ এর সুপরামর্শে দেশের আইসিটি খাত, চারটি পিলারের ওপর দাঁড়িয়ে অত্যন্ত সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। আইসিটি খাতে সঠিক অবকাঠামো গড়ে উঠা এবং সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের ফলে কোভিড-১৯ মহামারিতেও সবকিছু সচল রাখা সম্ভব হয়েছে। দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে দেশের মানুষ ডিজিটাল বাংলাদেশ এর সুফল ভোগ করছেন। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, দক্ষতা, কর্মসংস্থান, উদ্ভাবন ইত্যাদি প্রতিটি সেক্টরেই আজ ব্যবহৃত হচ্ছে তথ্যপ্রযুক্তি নির্ভর সমাধান।

সে কারণে তথ্যপ্রযুক্তির যুগে প্রযুক্তিভিত্তিক সফটস্কিল জানা লোকের পাশাপাশি দক্ষ প্রোগ্রামারের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। দেশে বিশ্বমানের সফটওয়্যার তৈরি করতে হলে প্রোগ্রামিং শিক্ষায় গুরুত্ব দিতে হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সারা দেশে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। দেশের ৩০০ টি সংসদীয় আসনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ১টি করে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন "শেখ রাসেল স্কুল অব ফিউচার" স্থাপন করা হচ্ছে। আধুনিক বিশ্বে নিজেদের এগিয়ে নিতে প্রাথমিক পর্যায় থেকেই অঙ্ক ও ইংরেজি শিক্ষার পাশাপাশি প্রোগ্রামিং ও কোডিং শিক্ষা গ্রহণ অত্যন্ত জরুরি।  প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের সুযোগ করে দিতে ইতোমধ্যে দেশে ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে কিশোরীরা প্রত্যক্ষ-পরোক্ষভাবে আইসিটি শিক্ষায় নিজেদের দক্ষ করে তুলতে পারবে।

শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখানোর নানারকম উদ্যোগ নিয়েছে সরকার। স্কুল-কলেজের কারিকুলামে ইতোমধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় ও প্রোগ্রামিং যুক্ত করা হয়েছে। কোডিং শিক্ষা প্রাথমিক স্তরের কারিকুলামে অন্তর্ভুক্ত করা হয়েছে। হাইস্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ব্যবহার করে শিক্ষার্থীদের প্রোগ্রামিং কোডিং শেখানো হচ্ছে। সরকারী পর্যায়ের কার্ক্রমের সাথে সামঞ্জ্যস্য রেখে মেয়ে শিক্ষার্থীদের জন্য আমেরিকা ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান এডুকেশনাল চ্যারিটেবল এন্ড হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন (ইকো-ইউএসএ)-এর পৃষ্ঠপোষকতায় ইকো-বিডি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) প্রোগ্রামিং শিক্ষায় এগিয়ে রাখতে বিডি গার্লস কোডিং প্রকল্পটি পরিচালনা করছে। ছাত্ররা যদি এখন থেকে প্রোগ্রামিং শেখা শুরু করে, তাহলে তারা এমন সফটওয়্যার তৈরি করতে পারবে যা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে প্রসার ঘটেছে তাকে পুরোপুরি কাজে লাগিয়ে ২০৪১ সালের মধ্যেই জাতির পিতা বঙগবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ জ্ঞানভিত্তিক প্রযুক্তিনির্ভর উন্নত বাংলদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ।

আমি "কোডিং গাইড" এর সার্বিক সফলতা কামনা এবং প্রকাশের সাথে সংশ্লিষ্ট সকলে আন্তরিক ধন্যবাদ জানাই।

"আমরা হবো জয়ী, আমরা দুর্বার,
প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার"
 
জুনাইদ আহমেদ পলক, এমপি
প্রতিমন্ত্রী
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
গণপ্রজাতন্থী বাংলাদেশ সরকার

আয়োজনসমূহ

ক্রম কর্মশালার নাম স্থান/প্ল্যাটফর্ম তারিখ
হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ক্যাম্প শেফা ইন্সটিটিউট, সাভার, ঢাকা ০৮ ডিসেম্বর ২০২১
অনলাইন প্রোগ্রামিং কর্মশালা জুম ২১ ডিসেম্বর ২০২১
অনলাইন প্রোগ্রামিং কর্মশালা জুম ০৪ জানুয়ারী ২০২২
উদ্বোধনী অনুষ্ঠান বেসিস অডিটোরিয়াম, বিডিবিএল ভবন, কারওয়ান বাজার ০৮ জানুয়ারী ২০২২
হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ক্যাম্প মজার ইশকুল, মানিকনগর, ঢাকা ১১ জানুয়ারী ২০২২
হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ক্যাম্প মির্জাপুর হাই স্কুল, মির্জাপুর, দিনাজপুর ১৫ জানুয়ারী ২০২২
হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ক্যাম্প বিরল আদর্শ হাই স্কুল, বিরল, দিনাজপুর ১৫ জানুয়ারী ২০২২
হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ক্যাম্প নুরুল হুদা হাই স্কুল, পার্বতীপুর, দিনাজপুর ১৬ জানুয়ারী ২০২২
৬ দিনের অনলাইন প্রোগ্রামিং কোর্স জুম ১৫-২০ জানুয়ারী ২০২২
১০ হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ক্যাম্প সোহাগ স্বপ্নধারা পাঠশালা, দুয়ারীপাড়া, মিরপুর ১৮ জানুয়ারী ২০২২
১১ হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ক্যাম্প আলোক শিক্ষালয়, পশ্চিম আগারগাও, ঢাকা ১৮ জানুয়ারী ২০২২
১২ হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ক্যাম্প OBAT IT Center, Mohammadpur ২৯ জানুয়ারী ২০২২
১৩ হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ক্যাম্প OBAT IT Center, Mirpur ০৩ জানুয়ারী ২০২২
১৪ অনলাইন প্রোগ্রামিং কোর্স ফর বিগিনার্স (৬ দিন) জুম ৭-১৪ ফেব্রুয়ারী ২০২২
১৫ হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ক্যাম্প OBAT IT Center, Khalispur, Khulna ১৫ ফেব্রুয়ারী ২০২২
১৬ হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ক্যাম্প OBAT IT Center, Gilatala, Khulna ১৫ ফেব্রুয়ারী ২০২২
১৭ কন্টেস্ট রেজিস্ট্রেশন এ্যান্ড প্রিপারেশন ওয়ার্কশপ জুম ১৭-১৯ ফেব্রুয়ারী ২০২২
১৮ প্র্যাকটিস কন্টেস্ট-১ টাফ (toph.co) ২০ ফেব্রুয়ারী ২০২২
১৯ হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ক্যাম্প OBAT IT Center, Rangpur ২৮ ফেব্রুয়ারী ২০২২
২০ হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ক্যাম্প আলোক শিক্ষালয়, পশ্চিম আগারগাও, ঢাকা ০২ মার্চ ২০২২
২১ লাইভ সেশন ১ (প্রফেসর ড. নোভা আহমেদ) ফেইসবুক লাইভ ০২ মার্চ ২০২২
২২ হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ক্যাম্প হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ০২ মার্চ ২০২২
২৩ হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ক্যাম্প আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ ০২ মার্চ ২০২২
২৪ প্র্যাকটিস কন্টেস্ট-২ টাফ (toph.co) ০৩ মার্চ ২০২২
২৫ হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ক্যাম্প চনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ০৩ মার্চ ২০২২
২৬ হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ক্যাম্প সেবা ভবন, চুনারুঘাট ০৩ মার্চ ২০২২
২৭ হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ক্যাম্প সোহাগ স্বপ্নধারা পাঠশালা, দুয়ারীপাড়া, মিরপুর ০৫ মার্চ ২০২২
২৮ লাইভ সেশন ২ (বৃষ্টি শিকদার, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, গুগল) ফেইসবুক লাইভ ০৬ মার্চ ২০২২
২৯ হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ক্যাম্প OBAT IT Center, Mohammadpur ০৬ মার্চ ২০২২
৩০ হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ক্যাম্প OBAT IT Center, Mirpur ০৭ মার্চ ২০২২
৩১ হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ক্যাম্প শেফা ইন্সটিটিউট, সাভার, ঢাকা ০৮ মার্চ ২০২২
৩২ হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ক্যাম্প OBAT IT Center, Sayedpur ০৮ মার্চ ২০২২
৩৩ লাইভ সেশন ৩ (তামিম শাহরিয়ার সুবীন, লেখক, কম্পিউটার প্রোগ্রামিং) ফেইসবুক লাইভ ০৯ মার্চ ২০২২
৩৪ প্র্যাকটিস কন্টেস্ট-৩ টাফ (toph.co) ১০ মার্চ ২০২২
৩৫ হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ক্যাম্প OBAT IT Center, Mohammadpur ১২ মার্চ ২০২২
৩৬ হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ক্যাম্প কমরেড রতন সেন কলেজিয়েট বালিকা বিদ্যালয়, রুপসা, খুলনা ১৪ মার্চ ২০২২
৩৭ হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ক্যাম্প লক্ষ্মীপুর হাসানবাগ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ১৬ মার্চ ২০২২
৩৮ হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ক্যাম্প হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ১৬ মার্চ ২০২২
৩৯ প্র্যাকটিস কন্টেস্ট-৪ টাফ (toph.co) ১৭ মার্চ ২০২২
৪০ প্রিলিমিনারি কনটেস্ট কোডমার্শাল(algo.codemarshal.org) ২০ মার্চ ২০২২
৪১ মক কনটেস্ট কোডমার্শাল(algo.codemarshal.org) ২৪ মার্চ ২০২২
৪২ লাইভ সেশন ৪ (সনৎ পাল চৌধুরী) ফেইসবুক লাইভ ২৪ মার্চ ২০২২
৪৩ ফাইনাল কনটেস্ট কোডমার্শাল(algo.codemarshal.org) ২৫ মার্চ ২০২২
৪৪ প্রোগ্রামিং আবাসিক ক্যাম্প আপন উদ্যোগ ফাউন্ডেশন ২৯-৩১ মার্চ ২০২২ ( ৩ দিন)

ফটো গ্যালারি